সেলিম সিকদার
ধানি জমিতে হবে না ধান চাষ!
কেনো, কি করতে চাও ?
ধানের বদলে ধানি জমিতে
তুলা চাষ করে খাও।
ধানের চেয়ে তুলার দাম বেশি
বালিশ বানাতে চাই,
বালিশ বানিয়ে রূপপুর গিয়ে
বিক্রি করে খাই।
একটি বালিশের দাম হয় যদি
প্রায় ছ’হাজার টাকা !
তুলা চাষে এবার কৃষকের
ঘুরবে ভাগ্যের চাকা।
তুলার বালিশ বিক্রি করে
ব্যাংকে রাখব অঢেল টাকা !
থাকবেনা অভাব-অনটন
সুখের পাবো বারোমাস দেখা ।
Facebook Comments