আলোকিত সকাল ডেস্ক
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ডাবল লাইন না হওয়া পর্যন্ত সিডিউল বিপর্যয় বন্ধ হবে না।
সোমবার (২৯ জুলাই) কমলাপুর রেল স্টেশনে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, গতবার অগ্রিম টিকিট বিক্রির পরিস্থিতি একটু এলোমেলো ছিল। এবারও ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী সহ সবাই একসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করছে।
টিকিট পাওয়া যাচ্ছে না যাত্রীদের এমন অভিযোগ প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, ৫ লাখ লোক যদি একসঙ্গে টিকিটের জন্য অ্যাপসে হিট করে তাহলে টিকেট দেওয়া সম্ভব নয়। কারণ আমরা অ্যাপসে টিকিট দিচ্ছি ১০ হাজার। এর মানে আমি ৪ লাখ ৯০ হাজার লোককে টিকিট দিতে পারছি না। কাজেই তাদের ভয়েস বেশি হবে।
আস/এসআইসু