-আহমেদ কবির-
দ্রোহের কবি,সাম্যের কবি
ফুটে চুরুলিয়া,
ঝাঁকড়া চুলের সেই কবিকে
ডাকে দুখু মিয়া।
কাব্য-ছড়ায় গেয়ে গেল
সাম্যবাদীর গান,
হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রীশ্চান
নেই যে ব্যবধান।
তার রচিত কাব্য,ছড়া
আল কোরানের গজল,
শুনলে পরে বুকটা কাঁদে
আঁখি দুটো সজল।
চঞ্চল দুখু থাকত না কো
গৃহের মাঝে বন্দি,
বন-বাদাড়ে ছুটে করতো
ফুল-পাখিতে সন্ধি।
কখনো যায় সৈনিকে সে
কভু লেটো গানে,
উদাস করা মনটা কভু
প্রেমের মোহে টানে।
অগ্নিবীণা,বিষের বাঁশি
ধুমকেতুর ঐ রবি,
সাহিত্যের সে মহা সাধক
সবার প্রিয় কবি।
Facebook Comments