মোঃ পারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
সমুদ্র সৈকত কুয়াকাটার গঙ্গামতি এলাকায় সাগর থেকে ভেসে আসা একটি অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করছে মহিপুর থানা পুলিশ ।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি সৈকতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন।
তবে স্থানীয়রা এবং পুলিশ ধারনা করছেন সাগর থেকে ভেসে আসা লাশটি কোন জেলের হতে পারে।মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুল আলম জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করেময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে লাশটি জেলের কিনা নিশ্চিত করে বলা যাচ্ছেন।
আস/এসআইসু
Facebook Comments Box