মো সুমন মিয়া,শ্রীমঙ্গল(মৌলভী-বাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল জোন দপ্তরে বশিউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১২ মে) শ্রীমঙ্গলের ইছুবপুরে বিএফ আই ডি সি জোন দপ্তরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন ও বাংলাদেশ রাবার বোডের্র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সীমা সাহা এবং সিলেট জোনের মহাব্যবস্থাপক আবু রায়হান।এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জোনের চারটি রাবার বাগানের ব্যাবস্থাপক, কর্মকর্তা,কর্মচারী ও শ্রমিকবৃন্দ।
আস/এসআইসু
Facebook Comments Box