লক্ষ্মীপুরে (পুনাকের ) উদ্যোগে শীতার্তদের মাঝে পুলিশ সুপারের কম্বল বিতরণ

 

বিএম সাগর : লক্ষ্মীপুরে ছিন্নমূল ও শীতার্ত ৪ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের ) উদ্যোগে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ।

পুলিশ সুপার বলেন, সবাই মিলে চাইলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। তাই সুবিধাবঞ্চিত অসহায় ও দিনমজুর যেন শীতে কষ্ট না পায় সেজন্য এ সামান্য সহযোগীতা দেয়া হলো। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এইসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পুনাকের সভানেন্ত্রী সেলিনা মাহফুজ, সদর সার্কেল সোহেল রানা, ডিআই ওয়ান আজিজুর রহমান,সদর থানা মোসলে উদ্দিন, ও বিভিন্ন থানার কর্মকর্তারা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box