রাজশাহী প্রতিনিধিঃ-
কিছুক্ষন আগে (রাত প্রায় পৌনে ২ঘটিকার সময়)রাজশাহী নগরীর আর ডি এ মার্কেটের পুর্ব পার্শ্বে (আজিজ ক্যান্টিনের পশ্চিম পার্শ্বে) দ্বিতীয়তলায়
একটি দর্জি দোকান সংলগ্ন বৈদ্যুতিক পোলে বিচ্ছিন্ন তারে আগুন লাগে। এ সময় স্থানীয় সচেতন ব্যবসায়ীগন তারে বালু নিক্ষেপ করে ও বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করায় আগুন নিভে যায়।এরপর ফায়ার সার্ভিসের ২টি গাড়ী এসে আগুন নিভানো দেখতে পেয়ে তারা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে চলে যায়।
ঘটনাস্থলে অবস্থানরত স্থানীয় এবং ব্যবসায়ীদের দাবী,অপরিকল্পিত বৈদ্যুতিক সংযোগ দেওয়ায় এলোমেলো তার থাকা এবং পুরোনো তারের সংঙ্গে তারের ঘর্ষণে এই আগুন লেগেছিলো।
রমজান উপলক্ষে দোকানীরা দোকানে থাকায় আগুন থেকে আজ আর ডি এ মার্কেটসহ গোটা সাহেব বাজার রক্ষা পেলো নইলে ফায়ার সার্ভিসের গাড়ী আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যেত,
আর হাজার হাজার ব্যাবসায়ী ক্ষতিগ্রস্ত হতো।
এমন কাজ যেন আর না ঘটে সে ব্যাপারে আর ডি এ কর্তৃপক্ষের সুনজর দাবী করছে ব্যবসায়ী ও সচেতন জনগন।