রাজশাহী প্রতিনিধি
সারা দেশের ন্যায় রাজশাহীতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড খাওয়ানো হয়েছে।
শনিবার সকালে নগরভবনে দুটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় ৩৮৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
রাজশাহী মহানগরীর ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এবার এ পর্যায়ে ৭ হাজার ৯৩৭টি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল। আর ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এ পর্যায়ে ৫৪ হাজার ৭৩১টি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল।
সিটি কর্পোরেশন এলাকায় ৩৮৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে একটি ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে ক্যাপসুল খাওয়ানো হয়। কার্যক্রম পরিচালনায় প্রতি কেন্দ্রে দুইজন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী ছিলেন।
আস/এসআইসু