মাইকেল দাশ,রাংগুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস (চট্টগ্রাম-ব-০৫-০০৩১) নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে ৫ যাত্রী গুরুতর আহত হযেছে। শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী-রাণীর হাট সড়কের হোছনাবাদ ইউনিয়নের ওসমানের টেক এলাকায় এই ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে বাসটি ধামাইর হাট যাচ্ছিল। যাওয়ার পথে উপজেলার মরিয়মনগর ডিসি সড়ক পথে হোছনাবাদ ইউনিয়নের ওসমানের টেক এলাকায় গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
বাসের ভিতর থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।
আস/এসআইসু
Facebook Comments