আলোকিত সকাল ডেস্ক
বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাবে ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। এরইমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি প্রকাশ করেছে ব্রডকাস্টারদের তালিকা।
গতবারের মতো এবারও বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচারের জন্য আইসিসির গ্লোবাল স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। বাংলাদেশে বিশ্বকাপ স্বত্ব পেয়েছে জিটিভি, মাছরাঙা টিভি ও বিটিভি। অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলে।
বিভিন্ন দেশের কোন টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করবে বিশ্বকাপ ম্যাচ তার তালিকা-
জিটিভি, মাছরাঙা ও বিটিভি (বাংলাদেশ)
স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও দুরদর্শন (ভারত)
টেন স্পোর্টস ও পিটিভি স্পোর্টস (পাকিস্তান)
টেন স্পোর্টস, এসএলআরসি চ্যানেল (শ্রীলঙ্কা)
মোবি টিভি (আফগানিস্তান)
স্কাই স্পোর্টস, স্কাই গো, নাও টিভি (ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড)
চ্যানেল নাইন, ফক্স স্পোর্টস (অস্ট্রেলিয়া)
স্কাই স্পোর্ট ও স্কাই গো (নিউজিল্যান্ড)
সুপার স্পোর্টস (দক্ষিণ আফ্রিকা)
সাব-সাহারান (জিম্বাবুয়ে)
ইএসপিএন (উইন্ডিয়ান ও ক্যারিবীয়ান আইল্যান্ড)।
এছাড়াও মধ্যপ্রাচ্যে বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার করবে ওএসএন চ্যানেল। উত্তর আমেরিকায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রসার করবে ইএসপিএন।
বিশ্বকাপের সব ম্যাচের ধারাবিবরণী শোনা যাবে কয়েকটি রেডিও চ্যানেলে। বাংলাদেশের মধ্যে রেডিও স্বত্ব পেয়েছে বাংলাদেশ বেতার। এছাড়া ডিজিটাল ভিডিও ক্লিপেরও ব্যবস্থা রেখেছে আইসিসি। ভারতের ডিজিটাল ক্লিপের স্বত্ব রয়েছে হটস্টারের। বাংলাদেশের মধ্যে পেয়েছে বঙ্গো বিডি। হটস্টারে শুধু ভারতই নয়, শ্রীলঙ্কাও পাওয়া যাবে। পাকিস্তানে ডিজিটাল ক্লিপের স্বত্ব পেয়েছে সনি লিভ। অস্ট্রেলিয়ায় স্বত্ব পেয়েছে কায়ো লাইভ স্ট্রিম। ক্যারিবীয়ান সমর্থকরা দেখতে পারবেন ইএসপিএন প্লে’য়ের মাধ্যমে। মূল ম্যাচ ছাড়াও স্টার স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রসার করবে সব প্রস্তুতি ম্যাচগুলো।
আস/এসআইসু