মুজিব বর্ষ উপলক্ষ্যে হামদর্দ কারখানা ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ মুজিব বর্ষ উপলক্ষ্যে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হামদর্দ কারখানা ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী স্মারক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। হামদর্দ কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন,হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্্ফ) বাংলাদেশ এর এমডি হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড.হাকিম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া এবং এমডির পত্নী লেখক,শিক্ষাবিদ,সমাজসেবক কামরুন নাহার হারুন। হামদর্দ বিশ্ববিদ্যালয় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্্ফ) বাংলাদেশ এর এমডি ড. হাকিম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, এমডির পত্নী লেখক, শিক্ষাবিদ ও সমাজসেবক কামরুন নাহার হারুন। অনুষ্ঠানে সভপতিত্ব করেন,হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান।
Facebook Comments Box