বাসু দেব নাথ
খোকা নাচে, খুকী নাচে
যাবে মামার দেশ
চড়বে গাড়ী, দিবে পাড়ি
পথটা লম্বা বেশ।
গ্রীষ্মের ছুটিতে, মামার বাড়ীতে
আম-জাম আছে ভারী।
আছে কতক স্বাদু ফল
বৃক্ষ কাঠাঁল সারি সারি।
খোকা বসে আম গাছে
খুকী ভরে ঝুড়ি
ছোট মামা তেড়ে আসে
হাতে আছে খড়ি।
খোকা খুকীর দুষ্টমিতে
কাটে মামার দেশ
এবার বারেক ফিরে-যাবে
মনে কষ্ট বেশ।
Facebook Comments