প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ শুক্রবার ২৪ই মে বাঁশখালী নিউজের পুনঃকমিটি গঠন করা হয়। এতে বাঁশখালী নিউজের প্রকাশক মোঃ মনছুর আলম সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে শাহেদুল হক জনি, শাহরিয়ার চৌধুরী মামুন, গাজী গোফরান, মোঃ মনির ও দিগন্ত দেবকে সহ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও মোঃ এরশাদকে নির্বাহী সম্পাদক, আশেক এলাহীকে সহ নির্বাহী সম্পাদক এবং মোঃ জাহিদুল ইসলাম মেরাজকে বার্তা সম্পাদক ও মোঃ মাহফুজুর রহমানকে সহ বার্তা সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
উপদেষ্টা হিসাবে কক্সবাজার সিটি প্রেস ক্লাবের আব্দুল আলিম নোবেল ও কক্সবাজার সিটি প্রেসক্লাবের প্রভাষক তছলিমা আক্তার রুমানাকে নিযুক্ত করা হয়।
আস/এসআইসু
Facebook Comments