ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে কাফনের কাপড়ে মোড়ানো ৫০ বছর বয়সী এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার(২আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুঁড়িরধোন এলাকার মেঘনা নদীর পাড় থেকে এই অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারনা করা যায় লাশটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসেছে। এ ব্যাপারে পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments