আলোকিত সকাল ডেস্ক
অবশেষে বিশ্বকাপ ২০১৯ সালের ২৫ জুন বৃটিশদের ৬৪ রানে পরাজিত করল অস্ট্রেলিয়ার ক্রিকেট যোদ্ধারা। এর মাধ্যমে নিজেদের সেমির পথ অনেকটা পাকাপোক্ত করে নিল অজি শিবির। এদিকে পরপর দুই হারে সেমির দৌড়ে অনেকটাই পিছিয়ে গেল ইংল্যান্ড।
অজিদের দেয়া ২৮৫ রান তাড়া করতে গিয়ে শুরুতে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে ইংলিশরা। আউট হয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভিন্স, বেয়ারস্টো, জো রুট, বাটলার ও দলনেতা মরগান। মুলত তাদের আউটের পরই ইংল্যান্ড দল ব্যাকফুটে চলে যায়। সে ধাক্কা কাটিয়ে উঠতে ক্যাঙ্গারুদের দৌড়ে পাল্লা দিয়েও আর নাগাল পায়নি ইংলিশ ব্যাটসম্যানরা।
কিন্তু পাল্লার দৌড়ে শেষ অব্দি আউট হন বেন স্টোকস। স্টার্কের বলে সরাসরি বোল্ড আউট হন ৮৯ রানে। তিনিই জোরেসোরে হাল ধরেছিলেন দলের। তাকে আউট করে যেন জয়ের বন্দরে উড়াল দেয় অজি শিবির।
ম্যাচের দ্বিতীয় বলেই শুরুর ধাক্কা ইংলিশ শিবিরে। অজিদের ২৮৫ রান তাড়া করতে নেমে ১ম ওভারের ২য় বলেই উইকেট হারায় ইংল্যান্ড। বেহ্রেনডর্ফের বলে রানের খাতা খোলার আগেই শূন্য রানে বোল্ড হয়ে যান জেমস ভিন্স।
এর পরই জ্বলে উঠেন মিচেল স্টার্ক। তার বলে ৮ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ডেঞ্জারম্যান জো রুট। স্টার্কের আরেক বলে ইংলিশ অধিনায়ক মরগান আউট হন থার্ডম্যান অঞ্চলে দাঁড়ানো কামিন্সের হাতে ক্যাচ দিয়ে। যাবার আগে তিনি দিয়ে যান ৪ রান। বেয়ারস্টো প্রতিরোধের চেষ্টা করলেও ২৭ রানের বেশি করতে পারেননি তিনি।
বাটলার আর স্টোকস মিলে জুটি গড়ার চেষ্টা করলেও স্টয়নিসের বলে মাত্র ২৫ রানেই ক্যাচ আউট হয়ে যান তিনি। এক প্রান্ত আগলে রাখা বেন স্টোকস তুলে নেন ফিফটি। ওকসকে সঙ্গে নিয়ে জয় পেতে লড়াই করেন তিনি।
এর আগে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান। ফিঞ্চের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া মধ্যম মানের সংগ্রহ পায়।
অজিরা আজকের এই জয়ে টাইগারদের সুবিধা হলো। এখন কেবল সেমির দিকে তাকিয়ে বাংলাদেশ।
আস/এসআইসু