আলোকিত সকাল ডেস্ক
বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মাঝে মধ্যে নতুন নতুন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসেন তিনি। কয়েকদিন আগেই যিনি অভিযোগ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত তাকে ধর্ষণ করেছেন। এরপর গণমাধ্যমের খবরে আসেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ড্যান্স করতে চেয়েছিলেন।
সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকা দীপক কালালের সঙ্গে বিয়ের ঘোষণা করেন রাখি। তবে এবার শোনা যাচ্ছে, এক প্রবাসী ভারতীয়ের সঙ্গে মুম্বাইয়ের এক পাঁচ তারা হোটেলে বিয়ের কাজ সেরেছেন। এটা তার দুই নম্বর বিয়ে। সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বাইয়ের জে ডবিস্নউ ম্যারিয়ট হোটেলে গোপনে বিয়ের পর্ব শেষ করেছেন রাখি। শোনা যায়, দীপক কালাল নন অন্য কাউকে বিয়ে করছেন। ২৮ জুলাই কয়েকজন ঘনিষ্ঠদেরজনদের উপস্থিতিতে এই শুভ কাজ হয়।
আস/এসআইসু
Facebook Comments