মইনুল হোসেন নামে ওই ব্যক্তি মঙ্গলবার বিকালে মালদ্বীপ থেকে বিমানে হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পরই এই ঘটনা ঘটে।
Facebook Comments Box
হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পর প্রবাসী মইনুল হোসেনকে নিয়ে দুই স্ত্রীর টানা-হেঁচড়া।
মইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মইনুল তার দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে গাড়িতে উঠতে গেলে প্রথম স্ত্রী সানজিদা এসে বাধা দেয়। তিনি তার সঙ্গে গাড়িতে যেতে চাপ দেন। এরপর শুরু হয় দুই স্ত্রীর ঝগড়া, যা হাতাহাতিতে গড়ায়।
এই পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয় বলে বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানিয়েছেন।
সানজিদার দাবি, সাত বছর আগে তাদের বিয়ে হলেও তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন মইনুল। তার ও তার তিন বছর বয়সী সন্তানের খোঁজও রাখছেন না।
অন্যদিকে তমার দাবি, তিনিই মইনুলের বৈধ স্ত্রী। স্বামীকে তার বাড়িতে নিয়ে যেতে বিমানবন্দরে এসেছেন তিনি।
পরিস্থিতি সামালে মইনুল ও তার দুই স্ত্রীকেই বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।
পরে বিষয়টি মিটমাট হল তারা চলে যান বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তবে কী মিটমাট হল, তা জানা যায়নি।