বেলাল হোসেন বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশন ও ডিএসআইডির আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিক, এনজিও কর্মী, প্রতিবন্দ্বী ও সমাজ সেবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ মানিক হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, ব্র্যাক মানবাধিকার কর্মী ফাতেমা খানম।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ জুয়েল, বাকেরগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি দীন মোহাম্মদ দীনু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মনির, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কেএম সোহেল হাসান মুসা, সাংবাদিক মাসুদ সিকদার, এস এম পলাশ, বায়জিদ বাপ্পি, শফিকুল আলম নাসির, বিএম রেজাউল, সেইভ হোমের আয়শা সিদ্দিকা, সাংবাদিক মোঃ আবুল বাশার, মোঃ বেলাল হোসেন, উত্তম কুমার প্রমূখ। সভায় বক্তারা প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এ লক্ষ্যে একমত পোষণ করেন।
আস/এসআইসু