নিজস্ব প্রতিবেদক :
মজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় বারের মতো চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শনিবার সকালে হাজীগঞ্জের বেলঁচো কারিমাবাদ ফাজিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন প্রজাতির দেশীয় গাছ রোপন করেন সংঘঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সোয়েব, সহ সভাপতি খোকন আখন্দ , অর্থ সম্পাদক আহসান উল্লাহ ও অধ্যাপক কামরুল ইসলাম এবং স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, নব গঠিত চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যাগে মজিব শত বর্ষে নানা কর্মসৃচি হাতে নেওয়া হয়েছে বলে জানান সংঘঠনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বাবু। তারই ধারাবাহিকতায় একের পর এক বৃক্ষ রোপণ কর্মসৃচিসহ নানা অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।