সাতকানিয়া প্রতিনিধি
১০ ই জুন সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত টি২০ ম্যাচে বিশাল ব্যবধানে ছগিরা পাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এওচিয়া ক্রীড়া পরিষদ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ছগিরা পাড়া স্পোর্টিং ক্লাবের অধিনায়ক শাহাদাত হোসেন। প্রথমে ব্যাট করতে নেমে রানের ঝড় তোলে এওচিয়া ক্রীড়া পরিষদের দুই ওপেনার ইব্রাহিম এবং ফারুক। ব্যাক্তিগত ২০ রানে ইব্রাহিম আউট হলেও থেমে থাকেনি ফারুকের ব্যাটিং জাদু।
ফারুকের ৯৭ রানের মারমুখী ইনিংসে দলীয় সংগ্রহ ১৯০ রান। পরবর্তীতে দলের হয়ে জাহেদ করে ২০ রান,কাইছার ১৮,জাহেদ ২০ রান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে এওচিয়া ক্রীড়া পরিষদের মোট সংগ্রহ ১৯০ রান। অন্যদিকে শাহাদাত, রিফাত ১ টি করে উইকেট নেয়। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় স্পোর্টিং ক্লাব। ইনিংসের প্রথম বলে তারেকের প্রথম শিকার স্পোর্টিং ক্লাবের ওপেনার মেহেবুব।
তারপরেও থেমে থাকেনি বোলিং দাপট, ক্রীড়া পরিষদের ধারাবাহিক বোলিং এ উইকেটে টিকতে পারেনি স্পোর্টস ক্লাবের ব্যাটসম্যানরা। মাএ ১০৭ রানে আল আউট হয়ে যায় ছগিরা পাড়া স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রিফাত ২৫, মাসুম ২০ রান। অন্যদিকে ক্রীড়া পরিষদের হয়ে তারেক ৩, ফারুক ২, জোনায়েদ ৩ এবং মিজান ১ টা করে উইকেট নেয়।
আস/এসআইসু