এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:
প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড’১৮ এ দেশসেরা হওয়ার যোগ্যতা অর্জন করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। গত ২৯ মে বাংলাদেশ স্কাউটসের সবোর্চ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০১৮ ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট গ্রুপ থেকে ২২জন উওীর্ণ হয়ে সারাদেশে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
প্রকাশিত ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে যারা সবোর্চ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’১৮ অর্জন করেছে তারা হলো-
১। স্কাউট মিজানুর রহমান, ২। স্কাউট মো. তাওহিবুল সিয়াম বিরাজ, ৩। স্কাউট আহসান নেওয়াজ শাহী, ৪। স্কাউট মিজবাহ উদ্দিন, ৫। স্কাউট আমজাদ হোসেন পাবেল, ৬। স্কাউট আবু শাহাদাত মো তাহমীদ, ৭। স্কাউট আসিফুল কাদের জয়, ৮। স্কাউট তানবীর মাহতাব হোসাইন ইনান, ৯। স্কাউট শাহরিয়ার হোসাইন অভি, ১০। স্কাউট আবু হুরাইরা জুয়েল, ১১। স্কাউট অন্তর দে, ১২। স্কাউট আহমুদুল হক তানসীফ, ১৩। স্কাউট মোহাম্মদ এমরান হোসাইন, ১৪। স্কাউট প্রত্যয় দাশ অরণ্য, ১৫। স্কাউট নাঈম মোহাম্মদ সায়েম,১৬। গার্ল অন স্কাউট আসমাউল হুসনা উমা, ১৭। গার্ল অন স্কাউটজন্নাতুল মাওয়া মীম, ১৮। গার্ল অন স্কাউট আনিকা তাহসিন আমরিন, ১৯। গার্ল অন স্কাউট তাকিয়া তারান্নুম তুরিন, ২০। গার্ল অন স্কাউট শাহনাজ সুলতানা জুহি, ২১। গার্ল অন স্কাউট অর্পিতা বড়ুয়া বিথী, ২২। গার্ল অন স্কাউট নুসরাত শারমিন তাকিয়া।
ফলাফল প্রকাশিত হওয়ার পর চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের মিডিয়াকর্মীদের বলেন- বাংলাদেশ স্কাউটসের সবোর্চ্চ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ২০১৮ ফলাফল দেখে আমি নিজেকে গর্ববোদ করছি। আমার স্কুলের স্কাউটের শিক্ষার্থীরা আজ আমার প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই জন্য আমি মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি এবং স্কাউট কর্তৃপক্ষ ও উত্তির্ণ স্কাউট শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
জানা গেছে বাংলাদেশ স্কাউটসের সবোর্চ্চ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’১৮ এ চকরিয়া কোরক বিদ্যাপীঠ দেশসেরা হওয়ার পেছনে যাঁদের অনুপ্রেরণা চিরস্মরণীয় হয়ে থাকবে তাঁরা হলেন- চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি,এ অনার্স এমএ, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও সাবেক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক নুরুল আখের, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলার কমিশনার, সম্পাদক ও নেতৃবৃন্দ, বাংলাদেশ স্কাউটস এর সহকারি পরিচালক পরেশ চন্দ্র বর্মন ও আবদুল্লাহ আল মামুন, এল টি (নৌ স্কাউটস) হাবিবুর রহমান, পিআরএস বোরহান ও তনয়, উডব্যাজার শাহরিয়ার আজাদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের স্কাউট শিক্ষক আনচারুল করিম ও কোরক বিদ্যাপীঠের সকল শিক্ষকমন্ডলী।
আস/এসআইসু