আলোকিত সকাল ডেস্ক
২০১৬ সালে ঈদে গান নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে হাজির হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এরপর প্রতি ঈদে বিশেষ চমক হিসেবে এটিএন বাংলায় প্রচার হয়ে থাকে তার একক সংগীতানুষ্ঠান।
আসন্ন ঈদেও ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান প্রচার হবে এটিএন বাংলায়। ‘মন থেকে রইলো শুভ কামনা’ নামে এবারে একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
এরই মধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং এবং দৃশ্যধারণ শেষ হয়েছে। গানগুলোর দৃশ্যধারণ করা হয়েছে বিশ্বের নানা দেশে।
ড. মাহফুজুর রহমানের গাওয়া এবারের গানের একটি টিজার প্রকাশ করা হয়। টিজারে অনুষ্ঠানে গাওয়া গানগুলোর প্রথম এক-দুই বাক্য গাইতে দেখা যায় তাকে।
গানগুলো লিখেছেন দেশসেরা গীতিকবিরা। সুর ও সংগীতায়োজনেও থাকছে চমক।
প্রথম একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর মাহফুজুর রহমানের গানগুলো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা আলোচন-সমালোচনাও হয় গানগুলো নিয়ে।
আস/এসআইসু