নার্স তানিয়াকে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবিতে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদি এলাকায় চলন্ত বাসে ইবনে সিনা হাসপাতালে কর্মরত নার্স শাহিনুর আক্তার (২৫) কে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে ফেনী নার্সিং ইনস্টিটিউটের নার্সরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সোমবার দুপুরে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল চত্বরে ফেনী নার্সিং ইনস্টিটিউটের নার্সরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজজামান।

এ সময় আরো বক্তব্য রাখেন ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু তাহের ও অন্যান্যরা।

এ সময় বক্তারা অবিলম্বে নার্স শাহীনুর হত্যার সহিত জড়িতদের বিচার দাবী করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফেনী নার্স ইনস্টিটিউটের সকল কর্মকর্তা ও নার্সরা অংশ নেন।

‌আস/এসআইসু

Facebook Comments Box