নবীনগর(ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি
পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের পূর্ব নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার,চিত্ত রঞ্জন পাল নবীনগর সার্কেল, অফিসার ইনচার্জ রনোজিত রায় নবীনগর থানা মহোদয়ের সার্বিক তদারকীতে ৩১/৫ শুক্রবার শিবপুর পুলিশ ক্যাম্প এর চৌকস এসআই/মোঃ আব্দুর রহিম, এএসআই/মোঃ মশিউর রহমান কাইতলা উত্তর ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কুথ্যাত মাদক ব্যবসায়ী মো: আব্দুল মান্নান (৩২). পিতা- মৃত আব্দুল আওয়াল,সাং-নোয়াগাও,থানা- নবীনগর,কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
আস/এসআইসু
Facebook Comments