আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ২টায় উপজেলার বড়উঠান আন্নর আলী খান জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও মো. ওসমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক সাজ্জাদ আলী খান মিটু, বিশেষ অতিথি উপজেলা যুবলীগ নেতা সাঈদ খান আরজু।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন আজাদ, জামশেদুল আলম, মোহাম্মদ তারেক, সাজ্জাদ খান বাবু, আজাদ আলী খান, রাকিবুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে ড. এম এ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আস/এসআইসু