লেখক সুমন রেজা
শেখ মুজিব তুমি মরো নাই
তুমি বেচে আছো বাঙালির পিতৃব্য হয়ে
বঙ্গবন্ধু তুমি মরো নাই
তুমি বেচে আছো বহু শহিদ আত্নার নেতা হয়ে
হে শ্রেষ্ট বাঙালি তুমি মরো নাই
তুমি বেচে আছো টুঙ্গিপাড়ায় মাজার হয়ে
জাতির জনক তুমি মরো নাই
তুমি বেচে আছো শিল্পীর গান হয়ে
হে মুক্তির দিশারি তুমি মরো নাই
তুমি বেচে আছো কবিতার লাইন হয়ে
হে কিংবদন্তি তুমি মরো নাই
তুমি আজও বেচে আছো বাংলার জনক হয়ে
Facebook Comments