আলোকিত সকাল
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের পাঠানচক গ্রামের প্রবাসীদের সংগঠন ‘পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থা’। দীর্ঘদিন থেকে প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে বহু পরিচিতি লাভ করে সংস্থাটি।
(পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থা) নামিও ফেইসবুক আইডি টি গতকাল প্রতারক চক্ররা হ্যাক করে ছিনিয়ে নিয়েছে বলে জানা যায়।
সংস্থার সভাপতি আব্দুর রহমান খাঁন বিষয়টি নিশ্চিত দৈনিক আলোকিত সকালকে জানান, আমাদের পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থা নামিও ফেসবুক আইডিটি গত(১৭মে বৃহস্পতিবার) রাত অনুমান ৩ ঘটিকার সময় অজ্ঞাত কোন প্রতারক চক্ররা হ্যাক করেছে।
সংস্থার ফেইসবুক আইডি থেকে কোন প্রতারক চক্র কোন প্রকার এসএমএস দিলে তা থেকে সবাই সাবধাণে থাকার জন্য আহবান করেন।
নিউজ লেখা পর্যন্ত কোন জিডি এন্ট্রি করা হয়নি তবে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আস/এসআইসু