জোয়ার্দার হাফিজুল ইসলাম
খোকাখুকি ভীষণ খুশি
ঝড়ো বাতাস উঠছে,
থলে হাতে গাছতলায়
দৌড়ে দৌড়ে ছুটছে।
আম জাম টুকে নিয়ে
বাড়ি গিয়ে খাবে,
এ ভাবেই এই বয়সে
গ্রীষ্মের স্বাদ পাবে।
বয়স হলেই মনে পড়বে
ছেলেবেলার স্মৃতি!
বুক জুড়ে ঘুরে বেড়াবে
বহু রকম প্রীতি।
Facebook Comments