গাজীপুর থেকে মনির হোসেন
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পূর্বে গাজীপুর পল্লী বিদ্যুৎ ও গাজীপুর জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় শত শত সাধারণ জনগণ এ মানববন্ধনে অংশ নেয়।
পল্লী বিদ্যুৎ সমিতি প্রি-পেইড মিটার স্থাপনবিরোধী মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন, সাবেক গাজীপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ মোকসেদুল আলম। ১৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান।
স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, গাজীপুর কিছু এলাকায় প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। সেসব গ্রাহকরা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। প্রি-পেইড মিটার স্থাপনের কারণে বিগত সময়ে চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত অতিরিক্ত বিদ্যুত বিল গুনতে হচ্ছে গ্রাহকদের। বিদ্যুত কার্ড রিসার্চ সঙ্গে সঙ্গে সার্ভিস চার্জ, ভ্যাট, রাক্ষসী মিটার মাশুল বাবদ বিপুল পরিমাণ টাকা গ্রাহকদের নিকট থেকে কেটে নেয়া হচ্ছে। রিচার্জকৃত কার্ডের টাকা শেষ হয়ে গেলে রাত-বিরাতে বিদ্যুত সংযোগ অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।
রিচার্জ কার্ড সংগ্রহের জন্য স্থান পল্লী বিদ্যুত সমিতির কার্যালয় দূরে হওয়াতে মানুষের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে। এছাড়াও কার্ড সংগ্রহের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। এ অবস্থায় সেবার নামে প্রিপেড রাক্ষসী মিটার গ্রাহকদের ওপর চাপিয়ে দিয়ে গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলেছে গাজীপুর পল্লী সমিতি।
আস/এসআইসু