মোঃ আবুল কালাম জাকারিয়া,জামালগঞ্জ রিপোর্টার
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর জামালগঞ্জ উপজেলা শাখার এক সভা ৩০ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক আলী আক্কাস মুরাদের সভাপতিত্বে সভার কার্যক্রম সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সংগঠনের পৃষ্ঠপোষক ও ইউপি সচিব অজিত কুমার রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ও জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার ও বাংলাদেশ মহিলা পরিষদ জামালগঞ্জ শাখার সভাপতি শেখ আয়েশা বেগম।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাংবাদিক বাদল কৃষ্ণ দাস, যুগ্ম-সদস্য সচিব ও শিক্ষক তমাল কান্তি তালুকদার, যুব মহিলা লীগ জামালগঞ্জের আহ্বায়ক শাহানা আল আজাদ, শিক্ষক এড. গোলাম আল বেরুনী শুভ্র, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, তরুণ কবি পংকজ শীল, সংঘটক আনোয়ার হোসেন, উন্নয়ন কর্মী পল্টু রঞ্জন তালুকদার, বেবী রানী তালুকদার, সুধাংশু শেখর তালুকদার, সমাজকর্মী সাবিহা জাহান,জেসমিন আক্তার বেবী,নাজমা বেগম, ফারজানা আক্তার, তাহমিনা বেগম, সম্পা বেগম, বনি ইয়ামিন, খন্দকার রিয়াজ উদ্দিন। সভায় নতুন সদস্য অন্তর্ভূক্তিকরণ, পূর্নাঙ্গ কমিটি গঠন, তহবিল গঠন, সহায়ক শাখা আসর গঠন ও শিশু-কিশোরদের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধকরনে বিষয় ভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।