রেজাউল করিম সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ।
Facebook Comments Box
বিএমএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক এম রেজাউল করিম কোভিড-১৯ সংক্রমিত হয়েছিলেন।
বিএমএ জানিয়েছে, এম রেজাউল করিম ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।
সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি ইউএসটিসির সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। পরে মেডিসিন অনুষদের ডিন ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএমএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক আছেন এক হাজার ১৯ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং পাঁচজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।