৭১ কন্ঠ অনলাইন
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জন করোনাভাইরাসে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৮৮ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৯৯৭ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।
শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তে আরো ১৪ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিন হাজার ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ২৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯৯৭ জনের। সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৬৩৭ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭০ হাজার ৭২১ জনে।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।
Facebook Comments Box