নিজস্ব প্রতিনিধি : ফয়সাল কবির, লক্ষ্মীপুর – লক্ষ্মীপুরে এসপির দেয়া হুইল চেয়ার পেয়েছে আব্দুর রশিদ (৭০)নামের এক প্রতিবন্ধী। তিনি পৌর সভা বঞ্চানগর এলাকায় বাসিন্দা।
রবিবার ২২ জানুয়ারি লক্ষ্মীপুর শহীদ গিয়াস উদ্দিন ড্রিলশেডে আব্দুর রশিদ ও জায়েদা খাতুন দম্পতির হাতে হুইল চেয়ার তুলে দেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এ চেয়ার পেয়ে অনেক খুশি আব্দুর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি, সাহাদাত হোসেন টিটু, টিআই (প্রশাসন) প্রবীর কুমার দাস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য সাম্প্রতি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসপির নিকট একটি হুইল চেয়ারের আকুতি জানান প্রতিবন্ধী আব্দুর রশিদ।
পরে সেখানে এসপি মোঃমাহফুজ্জামান আশরাফ তাকে একটি হুইল চেয়ার দেয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী আব্দুর রশিদকে এই হুইল চেয়ার প্রদান করা হয়