জকিগঞ্জ সিলেট প্রতিনিধি
ইএসডি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত উইমেন্স মডেল কলেজ-এর উদ্যোগে জকিগঞ্জ উপজেলার শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইএসডি ফাউন্ডশনের ট্রাস্টি রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের সভাপতিত্বে ও উইমেন্স মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মনসুর হাল্লাজ এবং ইংরেজী বিভাগের প্রভাষক দেবী অনিলা শর্মার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু রুনু কুমার দাস, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বাছিত চৌধুরী। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রী নাদিয়া চৌধুরী, খাদিজা আক্তার চৌধুরী, ও অর্পিতা রানী দাস।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এখলাসুর রহমান শিকদার, শিক্ষক প্রতিনিধি আব্দুল মালিক চৌধুরী, অভিভাবক সদস্য আব্দুল বারী চৌধুরী, এবাদুর রহমান চৌধুরী, মস্তাক আহমদ চৌধুরী, আব্দুল আহাদ শিকদার, এমরান আহমদ চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী ও আব্দুল জলিল প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন উইমেন্স মডেল কলেজের প্রভাষক দেবী অনিলা শর্মা, তিথি সরকার, খোরশেদ আলম। অনুষ্ঠান শেষে কৃতি ছাত্রীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি জকিগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন উইমেন্স কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।
আস/এসআইসু