আলোকিত সকাল ডেস্ক
শুরু হতে চলেছে ‘হইচই অরিজিনালস’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র তৃতীয় মৌসুম। এ খবরে নিশ্চয়ই উচ্ছ্বসিত ঠাকুরপোরা! দেবরদের মনের অন্দরমহলে আগুন ধরিয়ে দিতে ফের আসছেন তাঁদের পছন্দের বৌদি।
শোনা যাচ্ছে, ‘দুপুর ঠাকুরপো’র তৃতীয় মৌসুমে পুরোনো উমা বা ঝুমা বৌদি নন, দেবরকুলে আবির্ভাব হতে চলেছে নতুন বৌদির।
‘হইচই অরিজিনাল’-এর সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ইঙ্গিত মিলল, নতুন বৌদি আসছেন। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে তারা উত্তেজনাও ছড়িয়েছে। পোস্টারে লেখা হয়েছে, ‘কে হচ্ছেন নতুন বৌদি? দুপুর ঠাকুরপো ফুল টস!’
এর আগে উমা বৌদির ভূমিকায় ঝড় তুলেছিলেন কলকাতার লাস্যময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর ঝুমা বৌদির ভূমিকায় অভিনয় করে দেবরদের মনে কাঁপন ধরিয়েছিলেন ভোজপুরি তারকা মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।
২০১৭ সালে এসভিএফের ডিজিটাল প্ল্যাটফর্মে উমা বৌদির বেশে ঝড় তুলেছিলেন স্বস্তিকা। প্রথম মৌসুমে বেশ জনপ্রিয় হয়েছিল হয়েছিল ওয়েব সিরিজটি।
পরের বছর দ্বিতীয় মৌসুমে বৌদি বদলে যায়। ঝুমা বৌদির বেশে হাজির হন মোনালিসা। তাঁকেও দর্শক কাছে টেনে নিয়েছিল। এবার নতুন বৌদি দেবরদের কতটা টানতে পারেন, তা সময়ই বলে দেবে। সূত্র : জি নিউজ