আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় তিন বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ২ নং বারশত ইউনিয়নের গুন্দ্বীপ ৭নং ওয়ার্ডের ধনু মাষ্টারের বাড়ীতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে হয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে তিন পরিবারের সবাই বের হয়ে গেলেও মালামাল সব পুড়ে ছাই হয়ে যাই। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থালে চাঁদগাও এলাকার একটি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন জগদীশ নাথ,সুভাষ নাথ ও পরিতোষ নাথের পরিবার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন,মানুষ বের হতে পারলেও আগুনে তিন জনের ঘর ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য,ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ এর পক্ষে তৌহিদুল ইসলাম তৌহিদ ও ইউপি সদস্য মোঃ কামাল ক্ষতিগ্রস্হদের ত্রাণ বিতরণ করেন।
আস/এসআইসু