আলোকিত সকাল ডেস্ক
লিওনার্দো ডিক্যাপ্রিও। এই নায়কের নাম এর চেয়ে তাকে বেশি চিনে টাইটানিক ছবির নায়ক বললে। সম্প্রতি মুক্তি পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত নতুন হলিউড ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’।
তবে এই নায়ক বর্তমানে ছবির থেকেও বেশি আলাচনায় রয়েছেন তার নতুন গার্লফ্রেন্ড নিয়ে। ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে নতুন একটি প্রেম শুরু করেছেন তিনি। প্রেমিকা আর্জেন্টাইন মডেল ও অভিনেত্রী ক্যামিলা রেবেকা মরানের বয়স এখন ২২ বছর। দুজনের প্রথম পরিচয় যখন, ক্যামিলার বয়স তখন মাত্র ১০ বছর। পরিচয়ের প্রায় ১০ বছর পর তাঁরা প্রেমে জড়ান।
তবে প্রেমের ব্যাপারে ডিক্যাপ্রিও বরাবরই একটু ব্যতিক্রম। এখন পর্যন্ত দেখা গেছে, ক্যাপ্রিওর প্রেমিকাদের কারও বয়সই পঁচিশের ওপরে নয়। তাঁর সবচেয়ে কম বয়সী প্রেমিকার নাম জিজেল বানচেন। ১৯৯৯ সালে মাত্র ১৮ বছরে বয়সে এই ব্রাজিলিয়ান মডেল ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেমে জড়ান।
আস/এসআইসু