আলোকিত সকাল ডেস্ক
সম্মেলনের এক বছর পর অবশেষে ঘোষণা করা হলো ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। যে কমিটি নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই।
সোমবার (১৩ মে) দুপুরে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওই কমিটি প্রকাশ করা হয়।
উল্লেখ্য,গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের আড়াই মাস পর ৩১ জুলাই সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়। এরপর প্রায় ১ বছর পার করে সংগঠনের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি দেয়া হলো।
আস/এসআইসু
Facebook Comments Box