আলোকিত সকাল ডেস্ক
অন্য নায়ক-নায়িকারা বেকার বসে থাকলেও ব্যস্ত সময় কাটাচ্ছেন চলমান সময়ের সবচেয়ে আলোচিত জুটি শাকিব-বুবলি। দেশীয় চলচ্চিত্রে ক্রমেই যেন অপরিহার্য হয়ে উঠছে এই জুটি। নতুন ছবি নির্মাণের ক্ষেত্রে সবার আগে শাকিব-বুবলির কথাই বিবেচনায় আনছেন নির্মাতারা। ঈদে মুক্তিপ্রাপ্ত এই জুটির ‘পাসওয়ার্ড’ ছবিটি বেশ আলোচনায় এলে চলতি বছরেই ‘পাসওয়ার্ড-টু’ নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক শাকিব খান। এতে বুবলিই থাকছেন শাকিবের নায়িকা। বিষয়টি নিয়ে ‘পাসওয়ার্ড’ ছবির পরিচালক মালেক আফসারি জানান, সিকু্যয়াল করার কথা ভাবছি আমরা। আমার মনে হয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির দর্শক ধরে রাখতে হবে। শুধু তাই নয়- আরও নতুন দর্শক তৈরি করতে হবে। তাই সিকু্যয়াল নির্মাণের কথা ভাবছি। যদিও এটা একেবারে প্রাথমিক স্তরে আছে। চিত্রনাট্যের কাজ চলছে।
সম্প্রতি শাকিব-বুবলিকে নিয়ে শুরু হয়েছে ‘মনের মত মানুষ পাইলাম না’ শিরোনামের আরও একটি নতুন ছবি। ২০১৩ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে মহরত করার পর নানা কারণে ছবিটির নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। দীর্ঘদিন পর অপুর জায়গায় শাকিব খানের বিপরীতে বুবলিকে নিয়ে শুটিং শুরু করেন পরিচালক জাকির হোসেন রাজু। গত সোমবার রাজধানীর একটি ক্লাবে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির মহরত ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডা. মো. মুরাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদসহ ছবির কলাকুশলীরা।
আস/এসআইসু